রাজবাড়ী সদর সদর থানা কম্পাউন্ডে সবজি চাষ পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। সোমবার তিনি এ কার্যক্রমে তিনি সরেজমিনে সদর থানায় যান।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় অফিসার ও ফোর্সের সহায়তায় এ কৃষি খামারটি গড়ে তোলা হয়েছে। এতে লালশাক, পালংশাক, পুইশাক, লাউ,করল্লা,বরবটি, শিম, মিষ্টিকুমড়া, বেগুন ও টমেটোসহ বিভিন্নপ্রকার শাকসবজির চাষ করা হয়েছে। ফলনও মোটামুটি ভালো হয়েছে। সম্পুর্ন প্রাকৃতিক ও জৈব সার ব্যাবহার করে ফসল উৎপাদন করা হয়েছে। কোন প্রকার রাসায়নিক স্যারের ব্যাবহার হচ্ছে না এখানে।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, আমি একজন পুরোদস্তুর কৃষক। কৃষক হিসেবেই বেশি গর্ববোধ করি। চাকুরির পাশাপাশি কৃষি কাজের মাঝেই আনন্দ খুঁজে পাই।