রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান রুহুল আমিন।
অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজনীন রেহানা, জেলা লিগ্যাল এইড অফিসার রাজবাড়ী (সিনিয়র সহকারী জজ)। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসে প্রাপ্ত আবেদন, প্যানেলভূক্ত আইনজীবীদের দাখিলকৃত বিল যাচাই বাছাই অন্তে অনুমোদন করা হয় এবং লিগ্যাল এইডের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বিবিধ আলোচনা করা হয়।