রাজবাড়ী জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারিদের দেয়া শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে জেলা পরিষদ থেকে বিদায় সংবর্ধনা নিলেন সাবেক চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জনাব মোঃ মানিকহার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার মহোদয়কে ফুলেল শুভেচ্ছো প্রদান করা হয়। উল্লেখ্য গত ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এর নির্বাচনে বিপুল ভোটে চেয়্যারম্যান নির্বাচিত হন ফকীর আব্দুল জব্বার। মেয়াদ শেষ হলে সরকারী আদেশে গত ২৭ এপ্রিল ২০২২ প্রশাসক হিসেবে নিয়োগ পান জাতির এই বীর সন্তান। গত ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল মোর্শেদ আরুজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন সেখ, জেলা পরিষদের প্রকৌশলী মোঃ ইউনুস মোল্লা, প্রধান সহকারী মোঃ আলিম মোল্লা, সিএ মোঃ সাজাহান, অতিথিবৃন্দ ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন যে, আমি প্রায় ৬ বছর এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালীন সময়ের নানাবিধ উন্নয়নের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত হিসেবে ভূমিকা রাখতে গিয়ে ভুলের ঊর্ধ্বে থাকতে চেষ্টা করেছি। কিন্তু মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়। চলার পথে আমারও ভুল হতে পারে। এছাড়া আমার ব্যবহারেও কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি আজকের এই বিদায় বেলায় সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি এবং সকলের কাছে দোয়া কামনা করছি। আমি আশা করছি নব নির্বাচিত চেয়ারম্যান আমার চেয়েও বেশী উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আমার স্নেহের আরুজের জন্য দোয়া ও শুভ কামনা রইল। তার যেকোন উন্নয়ন কর্মকান্ডে আমার সার্বিক সহযোগিতা সবসময় থাকবে।
অনুষ্ঠানের সভাপতি মানিকহার রহমান সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহোদয়ের বিভিন্ন দায়িত্ব পালনের উদাহরণ টেনে বক্তব্যে বলেন যে, আপনি মহান একজন অভিভাবক হিসেবে আমাদের মাঝে ছিলেন। আপনার সাথে থেকে আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি যা আমাদের প্রশাসন পরিচালনায় এবং প্রতিষ্ঠানকে দুর্বিত্তায়ন মুক্ত করে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে। আপনি অবশ্যই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা সর্বদা চেষ্টা করবো আপনার দেখানো সুপথে হাঁটতে। আমরা কথা দিচ্ছি আপনি যেকোন সেবার প্রয়োজনে এই পরিষদে আসবেন, আমরা আপনাকে আন্তরিকভাবে সহযোগিতা দিবো। শ্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন। অনুষ্ঠান শেষে সাবেক চেয়ারম্যান ও প্রশাসকের হাতে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।