মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ॥ রাজবাড়ীতে দুই দিনব্যাপী ইয়াসিন উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধায়নে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার হতে শুরু হওয়া মেলা শেষ হয় আজ মেলায় রাজবাড়ী জেলার ৫টি উপজেলা থেকে উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠান গুলো মেলায় অংশগ্রহণের সুযোগ পাই। এর মধ্যে মাজবাড়ী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম এ্যাকটিভিটিসে বরাবরের ন্যায় এবারও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে প্রাণ-চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন জানান, মাজবাড়ী উচ্চ বিদ্যালয় ইতিপূর্বে বেশ কয়েকবার উপজেলা, জেলা পর্যায়ে ক্রীড়া ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। এলাকার অভিভাবক এবং সুধী জনের সম্মেলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আজ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।