রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে শিশুদের দিনব্যাপী “ডায়লগ সেশন” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা হল রুমে সকাল ১১টায় থেকে বিকেল পর্যন্ত চলমান অনুষ্ঠানটি সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) এবং আশ-পাশের বসবাসরত শিশুদের সাথে ডায়লগ সেশন হয়। ডায়লগ সেশনে ২৫জনের ৫টি গ্রুপে ১২৫জন উপস্থিত থাকেন। “ডায়লগ সেশন” অনুষ্ঠানে শিশুদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়। এ অনুষ্ঠানে অসহায় শিশুদের নিয়ে অনেক বিষয় উঠে আসে। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে আশ্বাস দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন. সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার মো. সাইফুল ইসলাম সেলিম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল, কর্মজীবী কল্যাণ সংস্থার রুমা বেগম ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।