রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বেলগাছি রেলষ্টেশন সংলগ্ন রেলওয়ে ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
খানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আশরাফুল আলম আক্কাসের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ন-আহবায়ক- মোস্তফা মাহমুদ মুন্সি হেনা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম মিন্টু প্রামানিক, সাধারণ সম্পাদক আবু নাসের, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরদার আলাল প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা ৫০ বছরেও কেউ করতে পারেনি। শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তিনি সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপির সরকারের চেয়ে এই খানগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের আমলে বেশি উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ সরকার আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার অন্যদিকে আপনারা দেখেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপির ২ টি সরকার ছিলো, একটা হাওয়া ভবনের সরকার ও খালেদা জিয়ার সরকার। তাই সবাইকে সচেতন হতে হবে, আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিতে হবে। বিএনপির আমলে যে হত্যাগুলো হয়েছে তাদের মুখে এখন গণতন্ত্রের কথা মানায় না। জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করেছিলো ঐ বিএনপি। তারেক জিয়া একজন আসামী, খালেদা জিয়া একজন আসামী তারা কিভাবে গণতন্ত্রের কথা বলে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা নিজামউদ্দিন। পরে বৃক্ষরোপন করেন নেতাকর্মীরা।