রাজবাড়ীর দৌলতদিয়ায় ভুল চিকিৎসায় পশু মৃত্যুর অভিযোগ উঠেছে এক পশু চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় গোয়ালন্দ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাজা সরদার। তিনি দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ সুত্রে জানা যায়, রাজা সরদারের একটি ষাড় গরু কয়েকদিন ধরে জ¦র ঠান্ডার কারণে অসুস্থ ছিলো। গত বৃহস্পতিবার বিকেলে পশু চিকিৎসক প্রদীপ কুমার গরুর চিকিৎসা করেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে ঔষধ খাওয়ালে গরুটি আরো বেশি অসুস্থ হয়ে যায়। শুক্রবার দুপুরে গরুটি মারা যায়। প্রদীপ কুমারের ভুল চিকিৎসার কারণেই গরুটি মারা গেছে বলে তার অভিযোগ।
রাজা সরদার বলেন, আমি গরীব মানুষ দিন আনি দিন খাই। আমি আমার সন্তানের মতো লালন পালন করে গরুটি পালন করেছি। ভুল চিকিৎসার কারণে আমার গরুটি মারা গেছে। ভুয়া পশু চিকিৎসক প্রদীপ ডাক্তারের বিচার চাই।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আজ সকালে রাজা সরদারের পরিবার থেকে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে তাদের বাড়ীতে যাই তাদের বাড়ীতে গিয়ে দেখি একটি গরু গোয়াল ঘরের মধ্যে মরে পড়ে আছে। তারা নিশ্চিতভাবে বললো যে গরুটি ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আর রাজা সরদার নিতান্তই একজন গরিব মানুষ। তার থাকার মতো একটা ঘরও নেই। খেয়ে না খেয়ে গরুটি সে লালন পালন করেছে। আসলে ঘটনাটি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, থানায় এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।