রাজবাড়ী পৌরসভার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া প্রকল্পের কর্মকান্ড পর্যবেক্ষণ করেছেন এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ঋণ বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার বিকালে রাজবাড়ী পৌরসভার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন স্যানিটারি ল্যান্ড প্রকল্প পরিদর্শন, পৌরসভা সিটি সেন্টার প্রকল্পের উন্নয়ন কাজ, ব্যাংক পাড়া ড্রেনেজ প্রকল্প ও আমিনপাড়া বস্তি পরিদর্শন করেন এডিবি প্রতিনিধি দল।
প্রকল্প পরিদর্শন করেন এডিবি’র ঋণ সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রয়, এডিবি’র সিনিয়র অর্থ ব্যাবস্থাপক অফিসার মোঃ মঞ্জুরুল আহম্মেদ, এডিবি’র পরিবেশ বিভাগের সিনিয়র প্রকল্প অফিসার ফরহাদ জাহান চৌধুরী, এডিবি’র প্রকল্প পর্যক্ষেক মো. সোহেল রানা,সহযোগী সুরক্ষা বিশেষক মিনহাজুর রহমান খান, মোছাম্মাত ছালমা জাহান ও জেন্ডার বিশেষঞ্জ পরামর্শকারী সুরাইয়া জাবিন। এডিবি’র প্রতিনিধি দল তাদের দেওয়া উন্নয়ন প্রকল্প গুলো ঘুরে দেখেন।
এসময় রাজাবড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী খান,উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।