নিরাপদ ইশকুলে ফিরি প্রকল্পের সমাপনী ও ক্যাচ-আপ প্রকল্পের সূচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, করোনার প্রকোপ বৃদ্ধির কারণে দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠা বন্ধ ছিলো। সে সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত থাকে। যে কারণে শিশুরা শ্রেণি ভিত্তিক শিক্ষা অর্জন থেকে দুর্বলতা রয়েছে।
ঝরে পরা শিশুদের উন্নয়ন করার লক্ষেসেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এবং কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় ৫০টি ক্যাচ-আপ ক্লাব এর মাধ্যমে ৩য় থেকে ৫ম শ্রেণির প্রায় ৩৫০০ শিশুদের রিড়িং পড়াতে সহায়তা করা হবে। শিশুদের শিক্ষা ঘাটতি পূরণের পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়েও সহায়তা করা হবে।
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।