পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজবাড়ীর গোয়ালন্দে আওয়াল পোল্ট্রি এন্ড ফিসারিজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলায় পোল্ট্রি ফার্ম এর উপর মোবাইল কোর্ট পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে আওয়াল পোল্ট্রি এন্ড ফিসারিজ কে নগদ ৫০০০/- টাকা জরিমানা করা হয়। ১ মাসের মধ্যে হ্যাচারী বন্ধ করা হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী ও গোয়ালন্দ থানা পুলিশ।