দীর্ঘদিন যাবৎ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে নিজ কর্মক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে পদচারনায় হাজারো বাধা বিপত্তির সম্মুক্ষিন হয়েছি কিন্তু কখনো বিচলিত হইনি,হাল ও ছাড়িনি এই ভেবে যে একদিন আলোর মুখ দেখবো। জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট ক্ষমতায় এসে দেখালেন সেই আলোকরশ্মি ,উজ্জিবিত হলাম নব উদ্দ্যোমে, ঝাপিয়ে পরলাম ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধের সংগ্রামে। মাননীয় প্রধানমন্ত্রী ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির বাস্তবায়নে একজন সৈনিক হিসাবে নিজেকে আত্মনিয়োগ করতে পেরে ধন্য। আজ আরো বেশী প্রশান্তি এই দেখে যে, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির বাস্তবায়ন হচ্ছে সরকারী আমলাদের বিরুদ্ধে ,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এ এক শুভ সূচনা ও যুগান্তকারী ঘটনা। উল্লেখ্য ইতিপূর্বে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের ৩ বৎসর এবং দুদক থেকে সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাশিরের পৃথক দুটি ধারায় তিন ও পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বাশিরের ৮০ লাখ টাকার অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত। স্বাগত হে বঙ্গ জননী আপনার সাহসী পদক্ষেপের জন্য। যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তাদের জন্য এটি অনুপ্রেরনার মাইলফলক হিসেবে থাকবে। আমার বিশ^াস সমাজের বিভিন্ন স্তরে যেমন – জনপ্রতিনিধি, আমলা, শিক্ষক, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগে যারা দায়িত্বে আছেন তারাও একদিন দুর্নীতি বর্জন করে এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে ।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
প্রকাশক, দৈনিক আমাদের রাজবাড়ী
ও
চেয়ারম্যান জেলা পরিষদ,রাজবাড়ী ।