সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

গোয়ালন্দে ওয়াজেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৪ Time View

রাজবাড়ী-১ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য অ্যড. আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩০ মত মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালিতে বিকালে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com