রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, বিএসটিআই ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ডাঃ স্বপন হোমিও হাসপাতালও শান্তি হোমিও হলের মালিক ডা. স্বপন কুমার মন্ডলকে ১০ হাজার টাকা ও বিএসটিআই আইন ২০১৮ এর ১৬ ধারা লংঘনে তালহা সুইটস এর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। এছাড়াও অভিযান অবৈধ ৫ ধরনের ওষুধ জব্দ করা হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সেপেক্টর সূর্য কুমার প্রামানিক জানান, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাবু। এ সময় বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের ইন্সপেক্টর মো. মতিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।