“বছর ব্যাপি ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস আলোচনা সভা সজ্ঞালনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় ভাবে উৎপাদিত আম, কাঁঠাল, লেবু, ড্রাগন ফল, বাতাবী লেবু, কলা, পেয়ারা, কদবেল, সফেদা, চালতা, তাল, নারকেল সহ বিভিন্ন ফলের প্রদর্শনী করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউপির ফল উৎপাদনকারী কৃষকগণ, জেলা পরিষদের সাবেক সদস্য বাবু উত্তম কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।