সামনে ঈদ। মানুষের ঘরে ফেরার ব্যস্ততা বেড়েছে। ছিনতাই, চুরি, ডাকাতি বা সড়ক দুর্ঘটনাও বাড়তে পারে। এসব বিবেচনা করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে টহল জোরদার করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পাংশা হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যদের রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্দিমারা এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়। টহলদলের সদস্যরা জানান, ঈদে সব শ্রেনীর মানুষ যাতে নির্বিঘে ঘরে ফিরতে পারে এজন্য তারা ২৪ ঘন্টা হাইওয়ে সড়কে টহল দিচ্ছে। সড়ক নিরাপদ রাখতে ইজিবাইকসহ সকল নিষিদ্ধ যান বন্ধ ঘোষনা করা হয়েছে। এরপরও কেউ নিষিদ্ধ যান নিয়ে হাইওয়ে সড়কে নামলে যানবাহন মালিকের নামে মামলা দিয়ে যানবাহন আটক রাখা হচ্ছে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, ঈদে আগে ও পরে হাইওয়ে সড়ক শতভাগ নিরাপদ রাখার জন্য আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। রাতের ঝুঁকিপূর্ন স্থানগুলোতে সর্বক্ষনিক ডিউটি জোরদার করা হয়েছে। এছাড়া টহল টিম দূরপাল্লার গাড়ীগুলোর দিকে সর্বক্ষনিক নজর রাখছে। ঢাকাগামী গরুর ট্রাকে যাতে কোন দুর্র্বৃত্ত চাঁদা তুলতে না পারে সেদিকেও দৃষ্টি রাখা হয়েছে।
ঢাকাগামী গরুবাহী ট্রাকচালক আলমগীর হোসেন জানান, পুলিশের নজরদারীর কারনে কেউ চাঁদা তুলতে সাহস পায়নি। রাস্তায় নিষিদ্ধ যান না থাকায় চলাচল ঝুঁকিমুক্ত হয়েছে।