রাজবাড়ীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (এনএটিপি-২) এবং একজনের মাঝে উৎপাদন শীলতা বৃদ্ধিতে পিকআপ ভ্যান বিতরন করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা চত্তরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন সেক প্রমূখ।
এনএটিপির-২, আওতায় ৪ টি সিআইজির মাঝে এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত উপ প্রকল্পে কৃষি যন্ত্রপাতি হিসেবে পাওয়ার টিলার বিতরণ এবং সিআইজি কৃষক গ্রুপ৩০ শতাংশ এবং প্রকল্প ( সরকার কতৃক) ৭০ শতাংশ ম্যাচিং গ্রান্ট হিসেবে কৃষিতে যান্ত্রিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে অনুদান হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।