রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানমের বাসায় শুক্রবার রাতে ফুটেছে নাইট কুইন ফুল। ফুল ফোটার পর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। অনেকেই নাইট কুইন ফুল দেখতে ভিড় জমায় তার বাড়িতে। সাদা রং এর ফুলের ভেতর ঘিয়ে রং এর আবরণ ও সুমিষ্ট গন্ধ সত্যিই অসাধারণ।
আজিজা খানম জানান, সাত আট বছর আগে শখ করে একটি নাইট কুইন ফুলের চারা টবে লাগিয়েছিলেন। গত তিন বছর যাবৎ ফুল ফুটছে। এ ফুল মাত্র এক রাতের জন্য ফোটে। সন্ধ্যার পর কলি থেকে ফুলের পাপড়িগুলো ছড়াতে থাকে। মাঝরাতের পর আপনা আপনিই ফুলের পাপড়িগুলো ঘুমিয়ে যায়। এবার অনেকগুলো কলি এসেছে। এর মধ্যে শুক্রবার এক রাতেই ফুটেছে আটটি নাইট কুইন ফুল। ফুলের বৃন্তগুলো সব কয়টি পাতার সাথে। পাতা কীভাবে এত বড় ফুলের ভাড় সইতে পারে সেটিই আশ্চর্যের বিষয়। তাদের বাড়ির নাইট কুইন ফুল সাধারণতঃ বর্ষাকালেই ফোটে।