রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় সামিয়া আসমিন এগ্রোফার্মে কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বড় ধরনের লাল ও কালো রংয়ের দুটি খাসি।খাসি দুটির মধ্যে বড় লাল রংয়ের খাসিটির নাম রাখা হয়েছে পদ্মা এবং কালো রংয়ের ছোট খাসিটির নাম রাখা হয় যমুনা।
ফামের্র মালিক তোফাজ্জেল হোসেন তপু জানান,গত বছর উন্নত জাতের এ দুটি খাসি তিনি শখের বশে কিনছিলেন। তার সামিয়া তাসমিন এগ্রো ফার্মে গরু ও মহিষ মোটা তাজাকরনের পাশাপাশি তিনি খাসি দুটি লালন পালন করে আসছেন।কখন যে খাসি দুটি এ্যাত বড় হয়েছে তা তিনি কখনও ভাবেননি। লাল ও কালো রংয়ের দুটি খাসির নাম রেখেছেন পদ্মা ও যমুনা। লাল রংয়ের পদ্মা নামের খাসিটির ওজন ৫০ কেজি( ১ মণ ১০ কেজি)এর দাম হাকা হয়েছে ৫৫ হাজার টাকা এবং কালো রংয়ের যমুনা নামের ৪৫ কেজি( ১ মণ ৫ কেজি)ওজনের খাসিটির নাম রেখেছেন যমুনা এর দাম হাকা হয়েছে ৫০ হাজার টাকা।
তিনি খাসি দুটিকে কোন ধরনের ঔষধ বা মোটা তাজাকরন ট্যাবলেট খাওয়ান না।প্রাকৃতিক উপায়ে কাচা ঘাস,পেয়ারা,কলা, খর, ভুষি, খৈল, চালের গুড়া, গমের ছাল, কুড়া সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ান।এ খাবার খেয়েই তিনি তার এ দুটি খাসি মোটা তাজা করেছেন। তবে খাবারের দাম বেশি হওয়ায় খরচ অনেক বেড়েছে বলে জানান তিনি। আশা করছেন ভালো দাম পেলে তিনি খাসি দুটি বাজারে বিক্রি করবেন।