শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

শিক্ষক হত্যা নির্যাতন ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে স্মারবলিপি

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

বাংলাদেশের বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে ধর্মীয় অনুভূতি ও বিভিন্ন কারণ দেখিয়ে শিক্ষক হত্যা, নির্যাতন ও ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতার প্রতিবাদে বৃহস্পতিবার রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা ও আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় উদ্দেশ্যমূলকভাবে হিন্দু শিক্ষকদের নির্যাতন করা হচ্ছে। ধর্মীয় অনুভূতির নামে বিভিন্ন হিন্দু শিক্ষক, শিক্ষার্থী ও ব্যক্তিকে কারাগারে নিক্ষেপ ও নির্যাতন করা হচ্ছে। কোনো অদৃশ্য শক্তির আশ্রয় প্রশ্রয়ে দেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতায় হিন্দু শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ডিজিটাল আইনের অধিকাংশ শিকার হচ্ছেন অমুসলিম সম্প্রদায়।

সাম্প্রদায়িকতা ও মৌলবাদের হাত থেকে অমুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও মানুষকে রক্ষার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com