রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের লাঞ্ছিত করার প্রতিবাদ এবং হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল গ্রাউন্ডে জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনেজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র সভাপতি সৈয়দ আলী আকবর মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাতক সাগর চক্রবর্তী ও সাবেক সভাপতি আব্দুস সাত্তার। মানববন্ধনে জেলা ফারিয়ার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, ২৫ জুন ঔষধ কোম্পানির প্রতিনিধের লাঞ্চিত করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দ্রুত অপসারন করে বিচার এবং গ্রেফতারকৃত ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বৃহত্তর আন্দোলনসহ ঔষধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে।