রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ১৮টি হত দরিদ্র পরিবারের মাঝে মুজিববর্ষের ঘর প্রদান করা হয়েছে। সোমবার বিকালে আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের জেলে পাড়ায় ৩য় পর্যায়ের এ ১৮টি ঘর বুঝিয়ে দেওয়া হয় এসব দরিদ্র পরিবারের মাঝে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। ৩য় পর্যায়ে সদর উপজেলায় ৭৫টি ঘর বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে আরো বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, আলীপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু বক্কার প্রমূখ।
উপকারভোগীদের তাদের দেওয়া ঘরগুলো যেন ভালো ভাবে ও যতœসহকারে ব্যবহার করা হয় সেদিকে লক্ষ রাখতে বলেন। সেই সাথে যাদের এ ঘর গুলো দেওয়া হল তারা যেন এই ঘর গুলো ব্যবহার করেন। ঘর বরাদ্দ নিয়ে যেন দিনের পর দিন তা ব্যবহার না করে ফেল রাখা না হয়। ঘর ব্যবহার না করা হলে তাদের ঘর বরাদ্দ যেন বাতিল করা হয় সেদিকে লক্ষ রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান সংসদ সদস্য কাজী কেরামত আলী।