রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে অপরিকল্পিত ভাবে কাজ করা ও নিম্নমানের ইট, খোয়া দিয়ে ড্রেন নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে দৌলতদিয়া বাজার পরিচালনা পরিষদ সভাপতি ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ওই কাজ বন্ধ করে দেন।
জানা গেছে, দৌলতদিয়া বাজারে বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থার জন্য বাজারে ৭ লক্ষ টাকা ব্যয়ে ৯৭ মিটার লম্বা ও সাড়ে ৯ শত মিলিমিটার চওড়া ড্রেনের কাজ চলছে। কাজটি তড়িঘড়ি করে করা হচ্ছে। শিডিউল অনুযায়ী কাজ করার কথা থাকলেও তা দায়সারাভাবে করা হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। এভাবে ড্রেনের কাজ করলে পানি ড্রেনেজ দিয়ে যাবে না বরং এই পানি ড্রেনে জমে মশার বিস্তার ও দুর্গন্ধ ছড়াবে।
বাজারের ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে যে ড্রেন হচ্ছে আমরা তা জানি না। হঠাৎ করে দেখি কয়েক জন লেবার মাটি খোড়াখুড়ির কাজ করছে। আমরা জিজ্ঞেস করলে লেবাররা বলেন, আমরা জানি না। তার কিছুক্ষণ পরে দেখি বাজারের সভাপতি মোহন মন্ডল ও ইউপি চেয়ারম্যান এসে তাৎক্ষণিক ভাবে ড্রেনের কাজ বন্ধ করে দেয়।
ড্রেনের কাজ সম্পর্কে দৌলতদিয়া বাজার পরিষদের সভাপতি মোহন মন্ডল বলেন, এ বাজারে ড্রেনের কাজ শুরু হচ্ছে সে কাজের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। হঠাৎ কাল দুপুরে বাজারের এক দোকানদার আমাকে ফোন দিয়ে জানাই বাজারে ড্রেনের কাজ হচ্ছে। আমি বিষয়টি জানার জন্য ইউপি চেয়ারম্যানসহ বাজারে এসে দেখি নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেনের কাজ করছে।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য কাজ বন্ধ করা হয়। যেহেতু কাজটি সরকারি জনগণের অর্থে এসকল উন্নয়ন মূলক কাজ হয়ে থাকে। তাই আমি জনগণের প্রতিনিধি হিসাবে কাজের যে শিডিউল রয়েছে তার বাইরে কোন কাজ করা যাবে না বলে কাজ সাময়িক বন্ধ রাখতে বলি।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মো. বজুলুর রহমান মুঠো ফোনে বলেন, কেবল মাটি খুড়াখুড়ির কাজ চলছে, আর কাজের জন্য যে নি¤œমানের খুয়া, ইট আনা হয়েছে সেটি আমিও দেখামাত্রই কাজ বন্ধটি করে দেয়।