জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন এবং রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার সকালে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে ম্যারাথনটি শুরু হয়ে সজ্জনকান্দা হয়ে পুনরায় আম্রকাননে গিয়ে শেষ হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা প্রতীকি ম্যারাথনের অগ্রভাগে অংশ নেয়।
এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ীর সিভিল সার্জন এসএম মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে. রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।