চেক ডিজঅনার, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা আদালতে দায়েরের আগে লিগ্যাল এইডের মাধ্যমে আপসের বাধ্যবাধকতা আরোপ করে আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার সোম, অ্যাডভোকেট কে এ বারী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাড. কামরুল আলম, অ্যাড. সফিকুল ইসলাম সফিক প্রমুখ ।
বক্তারা বলেন, গত ১ জুলাই প্রকাশিত গেজেটে বলা হয়েছে, চেক ডিজঅনার, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক আদালত আইন ও সম্পত্তি বণ্টন সংক্রান্ত মামলাগুলো সরাসরি আদালতে দায়ের করা যাবে না। প্রথমে স্থানীয় লিগ্যাল এইড কমিটি আপসের চেষ্টা করবে, আপস ব্যর্থ হলে তবেই আদালতে মামলা দায়ের করা যাবে। এই গেজেট বিচার প্রার্থীদের সাংবিধানিক অধিকার খর্ব করবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়ে আপসের বাধ্যবাধকতা ভুক্তভোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এতে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, হয়রানি ও সামাজিক চাপ আরও বেড়ে যাবে। গাপনীয়তা ও নিরাপত্তার বিষয়গুলো উপেক্ষা করে আপস বাধ্যতামূলক করা মানে দুর্বল মানুষকে আরও দুর্বল করা। ফলে নারী, শিশু, এবং পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার পাওয়াটা কঠিন হয়ে যাবে।