রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিণপাড়া গ্রামে জহুরা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে স্বামী আতিকুর রহমান চুন্নু ও তার পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার ১০ জুন সন্ধ্যারাতে গৃহবধূ জহুরা খাতুন স্বামী চুন্নুর বাড়িতে গেলে সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
জানা যায়, কয়েক বছর আগে গাঁড়াল গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জহুরা খাতুনের কুমারখালীতে বিয়ে হয়। তখন জিয়াউর রহমানের প্রতিবেশী আব্দুল হাই মন্ডলের ছেলে আতিকুর রহমান চুন্নু জহুরা খাতুনের সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি রটনা করে। জহুরার স্বামী আসলামকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের ফলে তখন আসলাম তার স্ত্রী জহুরাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর ২০২০ সালের ৩০ অক্টোবর ১লাখ ১হাজার টাকার দেনমোহরে আতিকুর রহমান চুন্নু জহুরা খাতুনকে বিয়ে করে। কিন্তু পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা করতে নানা টালবাহানা করে চুন্নু। এরই মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় চুন্নু তার স্ত্রী জহুরা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ভুক্তভোগী পরিবার আরও জানায়, চুন্নুর কারণে জহুরার একবার সংসার ভেঙেছে। বিয়ে করার পর সে আবার নতুন করে টালবাহানা শুরু করেছে। ঘটনার পর থেকে জহুরা খাতুনের পরিবারের লোকজন উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে।
এ ব্যাপারে শনিবার দুপুরে সরেজমিনে গেলে আব্দুল হাই মন্ডল জানান, পারিবারিক অসম্মতিতে তার পুত্র চুন্নু বিয়ে করেছে। চুন্নুর ছোট ভাই মুন্নু জানায়, স্থানীয় ইউপি মেম্বার নিজাম উদ্দিনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। সবারই মানসম্মান আছে। তাই স্থানীয়ভাবে মীমাংসা হলে ভালো হয়।
অভিযোগের বিষয়ে আতিকুর রহমান চুন্নুর মতামত জানা সম্ভব হয় নি। তার অবস্থান সম্পর্কে কেউ কিছু বলতে পারেন নাই।