রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, এই বাংলাদেশে এই বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে, আটষট্টি ও ঊনসত্তরে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। সেই লড়াইয়ে সামনের সারিতে আমাদের শ্রমিকরা ছিল। শ্রমিকরা আন্দোলন না করলে কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারতো না। কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না। শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না।
মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের এক নং রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ক্ষমতায় গিয়ে সবাই শ্রমিকের কথা ভুলে যায়। শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে শ্রমিকদের জন্য কাজ করেছিলেন। এই সরকারের আমলেও আমাদের শুনতে হচ্ছে ঈদের সময় বিভিন্ন শিল্প অঞ্চলে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে বেতন ও বোনাসের দাবিতে। ঈদ এসে যায় কিন্তু আমার শ্রমিকরা বেতন পায় না। তাই তারা আন্দোলনে নামে। এইজন্য শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন দরকার। ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের অধিকার আদায়ের একটি সংগঠন। শেখ হাসিনা সারা বাংলাদেশে দলীয়করণ করে সবকিছু শেষ করে দিয়েছে। এই সরকারের সময়ও শ্রমিকদের সমস্যা এখনো যায়নি। শ্রমিকদের এখনো কষ্টে দিন কাটাতে হয়। শ্রমিক না থাকলে বাংলাদেশ চলবে না, কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না।
রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আজিজ মন্ডল, জেলা হকার্স শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সাত্তার বিশ্বাস, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. লালন শেখ, পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোবহান মিয়া, বালিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।