রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ইসলাম মোল্লার বাড়ি গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, দুর্গম চর কুশাহাটা এলাকার একটি পরিবারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ঢেউটিন ও শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।