রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল শ্রমিক ইউনিয়ন অফিসের পেছন হতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের বাসিন্দা মো. সানোয়ার বেপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে এসআই মো. সেলিম মোল্লা রবিবার রাত ১১ টার দিকে দৌলতদিয়া ইনিয়নের ১ নং ওয়ার্ড শাহাদত মেম্বার পাড়া শ্রমিক ইউনিয়ন অফিসের পেছন থেকে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) কে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।