মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমে জেলা প্রশাসনের তদারকি

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০ Time View

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী পৌর এলাকার খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় শহরের চাউল বাজার, পুরাতন তরকারি বাজার, ফল বাজার ও ভাজনচালার বিক্রয় কেন্দ্রসমূহে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশিকুজ্জামান এবং মো: মিজানুর রহমান। এ সময় পণ্য বিক্রয়ের মাস্টাররোল এবং বিক্রীত ও মজুদ পণ্যের পরিমাণ যাচাই করে দেখা হয়। উপস্থিত ক্রেতাগণের কাছ থেকে সঠিক প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং সকল বিক্রেতাকে সঠিক ওজন ও দর অনুযায়ী পণ্য বিক্রয়ের পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com