রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে থানার এসআই সেলিম মোল্যা সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর রাশিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাইমদ্দিন মাতুব্বর পাড়ার মৃত আ. মালেকের ছেলে আরিফুল ইসলাম শান্ত (৩৫), পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলার স্বল্পদুগিয়া আমতলা এলাকার বাবুল আকন্দের ছেলে মোঃ সাফায়েত আকন্দ (২২)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুইটি নিয়মিত মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।