রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রচার-প্রচারণা বাড়াতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, নারী নেত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়। গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন গোয়ালন্দ উপজেলায় কর্মরত গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. সবুজ আলী।