রাজবাড়ী শহরের ভবানীপুরে ঐতিহ্যবাহী ভোলা মাস্টারের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে নারীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ইসকনের রাজবাড়ী শাখার সভাপতি জয়দেব কর্মকারের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বাড়ি রাজবাড়ী শহরের কলেজপাড়ায়। এ ঘটনায় রাজবাড়ী থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ইস্কন মন্দিরের প্রবেশ পথের নামে জোর পূর্বক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে অন্যের জমির পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানা গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভবানীপুর গ্রামের জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশে মৃত অর্ধেন্দু শেখর মজুমদারের বাড়ীতে একদল দুর্বৃত্ত হামলা করে। সে সময় ওই বাড়ীর পেছনে থাকা পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। হামলায় বাধা দিতে গেলে অর্ধেন্দু শেখর মজুমদারের ছেলে বিষু মজুমদার, তার স্ত্রী মিতা মজুমদার, বোন শম্পা মজুমদার ও পলি মজুমদারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
অলোকেন্দু মজুমদার জানান, তাদের বাড়ির পেছনে ইসকন মন্দির নির্মাণ করা হয়েছে। সেই সাথে ওই মন্দিরের সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকারেরও মন্দিরের পাশে নিজস্ব জমি রয়েছে। যেখানে প্রবেশের নেই কোন পথ। যে কারণে জয়দের কর্মকার মন্দিরে যাতায়াতের পথের কথা বলে জোরপূর্বক তাদের নিজস্ব জমিতে থাকা পাকা সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙ্গে ফেলে। এ বিষয়ে তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত জয়দেব কর্মকার বলেন, তারা ওই পরিবারের সদস্যদের একাধিকবার বলেছেন পথের জন্য কিছু জমি বিক্রি করতে। কিন্তু পরিবারের সদস্যরা কথা শোনেন না। যে কারণে তারা পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে চলাচলের পথ তৈরীর কাজ শুরু করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এব্যাপারে পাল্টপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।