বিশ্ব তামাকমুক্ত দিবস নানা আয়োজনে পালন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রিসোর্স পারসন হিসেবে জুমে সংযুক্ত ছিলেন রোকেয়া বেগম, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাঈন উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী, জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাজবাড়ী। কোর্স পরিচালনা করেন সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী ।