রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে ২৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়েছে । মঙ্গলবার ভোরে পদ্মা নদীতে জেলে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে প্রতিদিনের মতো জেলে অসেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে ভোরে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রি করার জন্যে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে আনলে আড়ৎদার আনোয়ার খাঁর নিকট থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫নং ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১২’শ টাকা কেজি দরে মোট ৩১হাজার ২’শ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে আমি খবর পাই যে, পদ্মায় একটি বড় সাইজের বাগাইড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর ৭নং ফেরি ঘাট এলাকায় অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দ্রুত গিয়ে মাছটি ৩১ হাজার ২’শ টাকা দিয়ে কিনে নেই। এখন মাছটি আমি ১৩’শ টাকা প্রতি কেজি বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি। তিনি আরো বলেন, অনেক দিন পর একটি বড় মাছ কিনলাম। বর্তমান পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় তেমন জেলেদের জালে মাছ ধরা পরছেনা। মাছটি কিনে নিজের কাছেই ভালো লাগছে।