রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ। শোভাযাত্রাটি কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিএনপি নেতা হারুন অর রশীদ শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহ সভাপতি ওবাইদুল কবির কুন্নু, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।