রাজবাড়ী সদর থানার পুলিশ ঢাকার ধামরাই থেকে চোরাই স্বর্ণ উদ্ধার করেছে। এ ঘটনায় নিখিল চন্দ্র সূত্রধর নামে এক জুয়েলার্স ব্যবসায়ী ও দুই নারী গ্রেপ্তার হয়েছে। মরিয়ম বেগম ও কুলসুম আক্তার উর্মি নামে দুই নারী সম্পর্কে সতীন বলে জানা গেছে। এরা দুজন রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনীর হৃদয় হোসেনের স্ত্রী। সোমবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ১৮ অক্টোবর তারিখে সদর উপজেলার কাালিচরণপুর গ্রামের বাসিন্দা মামুনুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় স্বর্ণালংকার চুরির অভিযোগে মামলা করেন। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে। সোমবার ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে কালামপুর মসজিদপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরিয়মকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বামী ও সতীনকে সাথে করে সে স্বর্ণালংকারটি কালামপুর বাসস্ট্যান্ডে জুয়েলার্স ব্যবসায়ী নিখিল সূত্রধরের কাছে বিক্রি করেছে। পরে পুলিশ ব্যবসায়ী নিখিল সূত্রধর ও সতীন কুলসুম আক্তারকেও গ্রেপ্তার করে। নিখিল সূত্রধরের দেওয়া তথ্যমতে, তার কাছে বিক্রি করা স্বর্ণালংকার সে গলিয়ে ফেলেছে। ১৮ আনা ওজনের গলিত স্বর্ণ পুলিশ জব্দ করেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীর স্বামী হৃদয় হোসেন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের মঙ্গলবার রাজবাড়ীর ্আদালতে চালান করা হয়েছে।