রাজবাড়ীতে যোগ দেয়ার দুই দিনের মাথায় কোটা সংস্কার আন্দোলনে গুলিতে শহীদ আবদুল গণির পরিবারের সঙ্গে দেখা করলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আবদুল গণির নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী লাকি আক্তার ও ছয় বছর বয়সি মেয়ে জান্নাত আক্তারকে নতুন পোশাক উপহার দেন নবাগত জেলা প্রশাসক। এছাড়া পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের ফল ও খাদ্য সামগ্রী নিয়ে যান তিনি। জেলা প্রশাসককে নিজ বাড়িতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ আবদুল গণির স্ত্রী লাকি আক্তার ও মেয়ে জান্নাত আক্তার।
জেলা প্রশাসকের সঙ্গে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ ও সহকারী কমিশনার অংকন পাল।
গত ৩ নভেম্বর রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর এক প্রজ্ঞাপনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ এ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আবদুল গণি। গত ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি। পথে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।