জেলায় যে সকল অপরাধ সংগঠিত হয়ে আসছে তার অধিকাংশরই মূলে রয়েছে মাদক কারবারি ও মাদকাসক্ততা। মাদকই বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধীর জন্ম দেয়। মাদক হচ্ছে সকল অপরাধের মা। জেলায় মাদক কারবারি বন্ধ করলে প্রায় সব ধরনের অপরাধই কমে যাবে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি আরও বলেন, ‘আমি গত শনিবার রাজবাড়ীতে এসেছি। এখানে আসার পর থেকেই আমি জানতে পেরেছি রাজবাড়ী থেকে ঢাকাগামী ২ টি আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন হচ্ছে। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী মহোদয়ের সাথে কথা বলেছি। আমি তাকে এই এলাকার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের চাহিদা নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আপাতত কোনো ট্রেন অপসারণ করা হচ্ছে না। আর যদি অপসারণ করা হয় তাহলে এই অঞ্চলের মানুষের সুবিধা রেখেই তা করা হবে।’