রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে দুই ট্রলারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালাম শেখ (৫৫) নামের এক ট্রলার চালক (মাঝি) আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালাম শেখ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নৈমদ্দিন শেখের পাড়ার হাচেন শেখের ছেলে। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
সালাম শেখ জানান, তার ট্রলারটি ভাড়া নিয়ে এলাকার কিছু লোক ইলিশ মাছ শিকার করে নদীতে। বৃহস্পতিবার সন্ধার দিকে তাদের ট্রলারটি নদীর একটি খালের মধ্য দিয়ে প্রধান নদীতে প্রবেশ করছিল। এসময় প্রধান নদী দিয়ে যাওয়া মোয়াজ্জেম হোসেনের ট্রলার আড়াআড়ি এসে সজোরে তার ট্রলারের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে করে তিনি দুই ট্রলারের মাঝে চাপা পড়েন। এতে করে তার শরীরের বুকসহ বিভিন্ন স্থনে প্রচন্ড আঘাত লাগে। পরে ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে। তার বুকসহ সারা শরীরে প্রচন্ড ব্যাথা। চিকিৎসক এক্সরে করাতে বলেছেন। করার পর বোঝা যাবে কি অবস্থা হয়েছে।