পাংশার কশবামাঝাইলে যৌথবাহিনী অভিযান চালিয়ে বন্দুক গুলি ও বোমাসহ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে কশবাঝাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মকছেদ ওই এলাকার মৃত ছবেদ আলীর ছেলে।
পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পাংশা থানাধীন সুবর্ণখোলা গ্রামস্থ জনৈক রতন খার বসত বাড়ীর উঠানে কতিপয় সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়া কসবামাজাইল ইউনিয়ন এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তারী মারুফ শাহারিয়ার, ও বিজেও- ৬২২৫৭, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর হোসেন, যশোর সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী, বর্তমান- পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্প, রাজবাড়ী ও তাহাদের সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পাংশা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তার
স্বীকারোক্তিমতে একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতরে লুকিয়ে রাখা তার অস্ত্র-গুলি এবং ককটেল বোম উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী মকলেছ মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরন করা হয়েছে।