জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমপিও ভুক্ত কলেজে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে এবং শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কাওসার হামিদ, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৩৫ বছর ধরে সারা দেশে সাড়ে তিন হাজার নন এমপিও অনার্স মাস্টার্স শিক্ষককে বেতন না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। বর্তমানে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেক সারা দেশের বেসরকারি কলেজ সমূহে নিবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী কৃতিত্বের সাথে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেছে। যেখানে তাদের অনেক অবদান রয়েছে। বিগত সরকারগুলো অনার্স মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় প্যাটার্ন বহির্ভূত শিক্ষক হিসেবে কাজ করছেন। কলেজ থেকে পূর্ণ স্কেলে বেতন দেওয়ার কথা থাকলেও কলেজ ভেদে দুই হাজার থেকে ১০ হাজার টাকার বেশি কখনই দেওয়া হয়না। তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে অনতিবিলম্বে যেন এমপিওভুক্ত করা হয়।
তারা আরও বলেন, গত ১৭ অক্টোবর ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানানো হয় কর্মসূচিতে।
মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।