রাজবাড়ীতে পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতিকে একিভূতকরণ-চুক্তিভিত্তিক কমচারীদের চাকরী নিয়মিত করন, সমিতির ২৪ জন কর্মকর্তার চাকরী পূনর্বহাল ও ৬ জন গ্রেপ্তার কর্মকর্তা কর্মচারীদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে পল্লীবিদ্যুৎ] সমিতির কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ গ্রহকদের আয়োজনে রাজবাড়ী পল্লীবিদ্যুত সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধ করেন তারা।
এসময় ২৪ জন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে তাদের চাকরি পূনর্বহাল ও গ্রেপ্তার হওয়া ৬ জনকে বিনা বিচারে ছেড়ে দেওয়ার কথা জানান। এসময় বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ড (বিআরইবি) কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ করা, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূক তথ্য ছড়িয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি সহ সব দুর্নীতীবাজদের গ্রেপ্তার করতে প্রশাসনকে অনুরোধ জানান। গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার করে পল্লীবিদ্যুৎ সমিতি ও পল্লীবিদ্যুতায়ন বোর্ডকে একীভূতকরণ করতে হবে। অভিন্ন চাকুরী বিধি প্রনয়ন ও সকল চুক্তিভত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবী জানান বক্তারা।