রাজবাড়ীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনবলের কৃত্রিম সংকট তৈরি না করে ও সকল কর্মচারীদের চাকরি নিয়মিত করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (পাংশা জোনাল) মোহাম্মদ আব্দুর রব, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. আব্দুল বাছেত, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিশ্বাস রিয়াজুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (প্রকৌশল ও নির্মাণ) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে নিম্নমানের মালামাল ক্রয় করে সেগুলো ব্যবহার করায় আকাশে মেঘ করলেই পল্লী বিদ্যুতের সংযোগ বিছিন্ন হয়ে যায়। অথচ পাশে পিডিবির বিদ্যুৎ লাইন ঠিক থাকে। এতে আমরা যারা গ্রাহক পর্যায়ে কাজ করি তাদের নানা ভাবে হয়রানি হতে হয়। আমাদের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে হয়। আমরা এর থেকে পরিত্রান চাই। এছাড়াও এসময় গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদীহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণ, সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য দ্বৈতনীতি বাতিল করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে (পিবিএস) একীভূত করণসহ অভিন্ন চাকরি বিধি প্রণয়ণ করার দাবি তুলে ধরেন তারা।