র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গার ভুঁইয়াগাতি জোড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা ছিল। গ্রেফতার মজনু সরকার (৪৫) মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রংপুর মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী সরকার ওরফে মোবার আলীর ছেলে। বুধবার বিকেলে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাব-১০ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর আদালত থেকে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদকের কারবার অব্যাহত রেখেছিল বলে জানান। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুরের মিঠাপুকুর থানায় আরও ২টি মামলা রয়েছে। গ্রেফতার পলাতক আসামিকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।