উলটা-পালটা
সাইদুল ইসলাম সাইদ
বৃষ্টির দিনে বৃষ্টি উধাও
কাঠফাঁটা রোদ উঠে,
প্রচুর গরম গা জ্বলে যায়
যায় না থাকা মোটে।
বর্ষাকালে গরম পড়ে
বৃষ্টির যেন ছুটি,
রোদে পুড়ে চাষি ভাই সব
হচ্ছে শুকনো রুটি।
শীতের দিনে গরম ঠান্ডা
হরহামেশাই থাকে,
বাঁধা নেই আর ছয় ঋতুতে
কোণা ব্যাঙে ডাকে।
রাতেও এখন দিনের মত
কৃত্রিম প্রদীপ জ্বলে,
আগের মত শান্তির ঘুম নাই
ঘুমাই ঘুমের ছলে।
(শিক্ষার্থী-টংগী সরকারি কলেজ
ফুলবাড়িয়া, ময়মনসিংহ)