জন্মান্তরের দরকার নেই
আনজানা ডালিয়া
হৃদস্পন্দনটা থেমে যাওয়ার একটু আগে
ফিরে এলাম আবার এ ভবসংসারে।
কত কিছুর টান অনুভব করছি
কত কাজ বাকী।
ভালোবাসার মানুষগুলোর কত ঋন
শোধ করা হয়নি,
এভাবেই চলে যেতে হবে আমাকে?
আমি জানতাম জন্মান্তরের দরকার নেই
এক জীবনেই সব পায় মানুষ,
ভালোবাসা, ক্ষমা, পূর্ণতা
আমার পূর্ণতা যে অধরা।
(মিরসরাই, চট্টগ্রাম)