সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

অনীহার ছায়া -সোহরাব হোসেন

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৫২ Time View

অনীহার ছায়া
সোহরাব হোসেন

হয়তোবা ওরা জানেনা,
নরম শিকড়ে বেড়ে চলা-চারাগাছটিতে,
আমি এক শক্ত খুঁটি।
তীব্র রোদ, ঝর, তুফানে
ঢোল ফলানো আগায় মজবুত
বাহুদ্বয়ের বহিঃপ্রকাশে;
কেমনে খুঁটি হয় অবজ্ঞার ?

প্রত্যেহ দেখাও প্রেম ও প্রীতি
যেখানে চিহ্নের ছাপ কিঞ্চিৎ,
তবে আকস্মিক বার্তাগুলো
আঁধারে নিমজ্জিত শূন্য হতাশা!

কী পেলাম আর কী না পেলাম ?

বলা আর না বলায় যেমনই মায়া।
প্রাপ্তি-অপ্রাপ্তির অনিবার্য কর্মে
অযাচিত মানদন্ডের নাবালক
আকৃতির চরম অনীহার ছায়া ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com