যত্নে রেখো মনের কোণে
কাজী নাজরিন
সেই অবুঝ বালিকা,
আজও খুব ছোট,
স্বভাব সুলভে ছোট্ট সেই বালিকা
বরাবরের মতো ভালোবাসার কাঙাল।
জটিল সব হিসেবের যাঁতাকলে
লেপটে যাওয়া বালিকা
ভালোবাসার হিসেব ঠিকই বুঝে নেয়,
সুখ খুঁজে প্রতিটি নিশ্বাসের ভাঁজে ভাঁজে।
সখের চাবিকাঠি কঠিন শেকলটাতে বন্দী হয়ে থাকুক,
মনের মানুষের কাছে,
শেষ চাওয়া টুকুন খুবই সামান্য
সেটা হলো, যত্নে রেখো মনের কোণে।