রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা নির্বাচন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। দুই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
নির্বাচনে সর্বশেষ ফলাফলে পাংশায় মোটরসাইকেল প্রতীকের সাইফুল ইসলাম বুড়ো এবং কালুখালীতে আনারস প্রতীকের আলিউজ্জামান চৌধুরী টিটো এগিয়ে রয়েছেন।
সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আইনশৃৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। ভোটার শূন্য কেন্দ্র। মাত্র ছয়টি ভোট পড়েছে এ কেন্দ্রে। সাড়ে ৯টায় রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে একই চিত্র।
দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামে আব্দুল কাদের দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, দু একজন ভোটার আসছেন। ভোট দিয়ে চলে যাচ্ছেন। কোনো সারি নেই। কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আব্দুস সালাম সিদ্দিকী জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫৫টি। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬১৫ জন। পাংশা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টার দিকে এ কেন্দ্র গিয়ে জানা যায়, ৪১৩টি ভোট পড়েছে। নারী ভোটারদের ছোট একটি সারি দেখা গেছে পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা প্রপার দাখিল ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের ছোট্ট একটি সারি। স্থানীয়ভাবে জানা যায়, সকাল থেকে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন ছিল না। দুপুর ১২টার পর ভোটার উপস্থিতি একটু বেড়েছে। এই কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ৭২০টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯০টি।