রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন মনি। দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিনে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সংক্রান্ত ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নেকবর হোসেন মনি বলেন, আগামী ২১ মে তারিখে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। যাচাই-বাছাইয়ে আমার মনোনয়ন বৈধ হয়েছে। রাজবাড়ীর সর্বস্তরের মানুষের অনুরোধে আমি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম। আমি ব্যাক্তিগত ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার দলের প্রতি অনুগত থেকে দলের নির্দেশে ও সিদ্ধান্তের আলোকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন ও ভোট বর্জনের জন্য যে ডাক দিয়েছেন তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, রইস উদ্দিন আহমেদ ডিউক, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়াসহ যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তপশীল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে।